এক নজরে খাদিমপুর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং সেই গ্রামের নামানুসারে খাদিমপুর ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে। ক) নাম – ৬ নং খাদিমপুর ইউনিয়ন পরিষদ খ) এলাকা – ৬০৮৩ (বর্গ কিমি) গ) জনসংখ্যা 19855 (প্রায়) (2011 সালের আদমশুমারি অনুসারে) ঘ) গ্রামের সংখ্যা – ১৫টি ঙ) মৌজার সংখ্যা – ১২টি চ) হাট/বাজার সংখ্যা -1 ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম – অটোরিকশা, আলমসাদু, নসিমন ও বাস। জ) শিক্ষার হার – ৬১%। (2001 শিক্ষা সমীক্ষা অনুসারে) সরকারি প্রাথমিক বিদ্যালয়- ০৮ টি. উচ্চ বিদ্যালয়: 2, মাদ্রাসা- 2টি। জ) চেয়ারম্যান ইনচার্জ- মোঃ মোজাহিদুর রহমান জো j) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান - 2টি। ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – শূন্য। l) ইউপি ভবনের নির্মাণকাল - (নিজস্ব ভবন আছে) ঘ) নবগঠিত পরিষদের বিশদ বিবরণ - 1) শপথ গ্রহণের তারিখ - 10-01-2021 2) প্রথম সাক্ষাতের তারিখ - 19-01-2021 ইঞ্জি 3) মেয়াদ শেষ হওয়ার তারিখ - 19-01-2026 ইঞ্জি ঘ) ইউনিয়ন পরিষদ জনবল – 1) নির্বাচিত কাউন্সিল সদস্য - 13 জন। 2) ইউনিয়ন পরিষদ সচিব – 1 জন। 3) ইউনিয়ন গ্রাম পুলিশ - 10 জন। 4) উদ্যোক্তা-2 জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস